অত্র বিদ্যালয়টি ২০০১ ইংরেজী সনে কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় প্রতিস্থিত হয়। বিদ্যালয়টি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অর্ন্তগত ৯নং মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে অবস্থিত। বর্তমানে এই বিদ্যালয়ে ৪জন শিক্ষক, ৩জন শিক্ষীকা ও একজন আয়া কর্মরত আছেন। বিদ্যালয়ে ২টি আধাপাকা ভবন ও একটি খেলার মাঠ রয়েছে।
প্রতিষ্টা কালীন সময় বিদ্যালয়ের প্রতিস্টাতা গনের মতামতের ভিত্তিতে প্রথমে অস্থায়ী ভাবে পাতন গোডাউন বাজারে বিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরবতির্তে ২০০৩ সনে পাতন মাদ্রাসার সাথে চুক্তিবদ্ধ হয়ে পূর্বের মাদ্রাসার জায়গায় একটি আধাপাকা ভবনে বিদ্যালয়ের কার্যক্রম চলতে থাকে। ২০০৮ সনে নুতন আরেকটি আধাপাকা ভবন নির্মান করা হয়। এলাকার গন্যমান্য ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালিত হয়। বাজার থেকে দুরে কুলাহল জায়গায় বিদ্যালয়ের অবস্থান থাকায় বিদ্যালয়ের পরিবেশ অত্যান্ত সুন্দর। বর্তমানে বিদ্যালয়ের ৭টি শ্রেণী কক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে।
বিদ্যালয়ের নার্সারী তেকে ৫ম শ্রেণী পর্যন্ত শির্ক্ষাথীদের পাঠ দান করা হয়। প্রতি বছর শিক্ষা সমাপনী পরিক্ষায় শির্ক্ষাথীরা অংশ গ্রহন করে শত ভাগ ফলাফল ণিশ্চিত করে।
নং | শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | নার্সারী | ১৮ | ০৯ | ২৭ জন |
০২ | কেজি | ১০ | ১৩ | ২৩ জন |
০৩ | ১ম | ১৪ | ১০ | ২৪ জন |
০৪ | ২য় | ১১ | ০৮ | ১৯ জন |
০৫ | ৩য় | ১৪ | ১১ | ২৫ জন |
০৬ | ৪র্থ | ০৬ | ০৩ | ০৯ জন |
০৭ | ৫ম | ০৮ | ০৬ | ১৪ জন |
নং | কমিটির সদস্যদের নাম | টিকানা | কমিটির পদবী |
০১ | মোঃ শওকত আলী | গ্রাম-পাতন | সভাপতি |
০২ | মোঃ ছিদ্দিক আহমদ | গ্রাম-পাতন | সহ সভাপতি |
০৩ | মোঃ এমরান আহমদ | গ্রাম-পাতন | সদস্য সচিব |
০৪ | মোঃ সাব্বির হোসেন | গ্রাম-পাতন | প্রতিষ্টাতা সদস্য |
০৫ | মোঃ বেলাল আহমদ | গ্রাম-পাতন | অভিভাবক সদস্য |
০৬ | মোঃ ফৈয়াস উদ্দিন | গ্রাম-পাতন | অভিভাবক সদস্য |
০৭ | মোঃ আব্দুল করিম | গ্রাম-পাতন | সদস্য |
০৮ | মোঃ অলিউর রহমান | গ্রাম-পাতন | সদস্য |
০৯ | মোঃ আলতাফ হোসেন | গ্রাম-পাতন | সদস্য |
১০ | মোঃ আবুল হোসেন | গ্রাম-পাতন | সদস্য |
১১ | মোঃ আব্দুল আহাদ | গ্রাম-পাতন | সদস্য |
নং | সন | অর্জিত ফলাফল | মন্তব্য |
০১ | ২০০৮ | ১০০ % |
|
০২ | ২০০৯ | ৯০ % |
|
০৩ | ২০১০ | ১০০ % |
|
০৪ | ২০১১ | ১০০ % |
|
০৫ | ২০১২ | ১০০ % |
|
০৬ | ২০১৩ | ১০০ % |
|
শতভাগ ভর্তি নিশ্চিত হয়েছে, পাশের হার বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অগ্রগতি,
২০০৮,২০১০ ও ২০১২ সনে বৃত্তি লাভ
লেখা পড়ার মান বৃদ্ধি করে আনুনিক ও যোগযোপগি বিদ্যালয় হিসাবে গড়ে তুলে উপজেলার মধ্যে একটি শ্রেষ্ট বিদ্যালয়ে পরিনত করাই হচ্ছে অন্যমত লক্স্য ।
ভবিষ্যতে নিজস্ব জায়গায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদানের পরিকল্পনা গ্রহন করা হবে।
বিয়ানীবাজার পৌর শহরের কেন্দ্রস্থল হতে ৩ কিঃ মিঃ দক্ষিন দিকে মুরাদগজ্ঞ হয়ে পাতন গোডাউন বাজারের পশ্চিম প্রান্তে বিদ্যালয়ের অবস্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস