সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৯নং মোল্লাপুর ইউনিয়নের ঐতির্হবাহী লাসাইতলা গ্রামে অবস্থিত। জিলালুল কোরআন সোসাইটি পরিচারিত বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় লসাইতলা, মাথিউরা রোড বিয়ানীবাজার, সিলেট। শিশু ক থেকে দশম শ্রেণী পর্যন্ত।
১৯৮৮ সালে বিয়ানীবাজার আজির মার্কেটে আলফালাহ একাডেমী নামে শিশু থেকে ৩য় শ্রেণী পর্যন্ত আরম্ভ হয়। তিন বৎসর পর আজির মার্কেট খেতে সুপাতলাস্থ আলহাজ আব্দুল খালিক সাহেবের বাড়ীতে অস্থায়ী ভাবে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান কার্যক্রম চলে। ১৯৯১ সালে মাথিউরা গ্রামে শাহজালাল একাডেমী নামে অস্থায়ীভাবে স্থাপনা করা হয়। এবং শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান কার্যক্রম অব্যাহত থাকে। বিয়ানীবাজার জিলালুল কোরআন সোসাইট আল ফালাহ একাডেমী ো শাহজালাল একাডেমী একীভুত করে ২০০২ সালে বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া নামে একটি প্রতিষ্টান রুপ লাভ করে এবং ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলতে থাকে। ২০-০৬-২০০৪ ইং জামেয়া পরিচালনা কমিটির সভখায় মাথিউরা রোডে লাসাইতলায় শিশ ুশ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পর্যায় ক্রমে প্রশাসনিক ভবন ও একাডেমীক ভবন বিভিন্ন দাতাদের আর্থিক সাহার্য দ্বরা নির্মান শুরু করা হয়। বাংলাদেশ সরকারের উপপরিচালক প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ থেকে ২০-০৩-২০০৮ ইং তারিখে শিক্ষা মন্ত্রনালয় থেকে নিম্ন মাধ্যমিক পর্যন্ত পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। মাদ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক ০২-০৪-২০১৩ ইং সালে ৯ম শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান শাখায় পাঠদানের অনুমতি লাভ করে।
নং শ্রেণী ছাত্র/ছাত্রী সংখ্যা
০১ শিশু ১৪ জন
০২ ১ম ২৬ জন
০৩ ২য় ২৭ জন
০৪ ৩য় ২৩ জন
০৫ ৪র্থ ২৫ জন
০৬ ৫ম ৩০ জন
০৭ ৬ষ্ট ৬৪ জন
০৮ ৭ম ৫৫ জন
০৯ ৮ম ৬০ জন
১০ ৯ম ৫২ জন
১১ ১০ম ৫৩ জন
সন ছাত্র/ছাত্রীর সংখ্যা পাশের সংখ্যা পাশের হার
২০০৮ ৩৫ জন ৩০ জন ৮৫.৭১%
২০০৯ ৩৬ জন ৩৫ জন ৯৭.২২%
২০১০
২০১১ ৩৫ জন ৩৩ জন ৯৪.২৮%
২০১২ ৩৫ জন ৩৫ জন ১০০%
২০১৩ ৩৭ জন ৩৭ জন ১০০%
২০০৯ সালে টেলেন্টপুল সহ মোট ৬টি বৃত্তি অর্জিত হয়। ২০০৮ সালে ১টি সাধারন বৃত্তি অর্জিত হয়। এছাড়া ২০১৩ সালে সমাপনী পরিক্ষায় ১০০% পাশ অর্জিত হয়। ও ৩টি টেলেন্টপুল সহ মোট ৪টি বৃত্তি অর্জিত হয়।
অদুর ভবিষ্যতে মাজেয়া উচ্চ বিদ্যালয় থেকে কলেজে উন্নিত করা হবে।
বিয়ানীবাজার উপজেলা সদর হইতে যে কোনি যানবাহনে বিদ্যালয়ে আসতে পারিবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস