৯নং মোল্লাপুর ইউনিয়ন পরিষদ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামে অবস্থিত।ইউনিয়ন পরিষদের প্রাকৃতিক পরিবেশ এতই মনোহর যে,দেখলে চোখ জুড়ায়। মোল্লাপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন ৯টি ওয়ার্ডে ১২টি গ্রাম আছে।এই ইউনিয়নে ১টি ব্যাংকের শাখা,১টি বাজার(ইজারা লব্ধ নহে),২৭টি মসজিদ ,৭টি প্রাথমিক বিদ্যালয়,২টি উচ্চ বিদ্যালয় ,১টি মহিলা কলেজ আছে ও ১টি গ্যাস ফিল্ড আছে।অত্র ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা জনাব মোঃ আসগর হোসেন তিন বার উপজেলা শ্রেষ্ট উদ্যোক্তা ও ২ বার সিলেট জেলার সেরা ব্লগার নির্বাচিত হন।সর্বপরি এই ইউনিয়ন সিলেট জেলার সফল ইউনিয়নের মধ্যে একটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস