উপজেলা সদর থেকে ৭ কিঃমিঃ দুরত্বে মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামে বিদ্যালয়টি ৩টি ভবনে অবস্থিত।পুরাতন ভবনটি ১৯৮৬ সালে স্থানীয় অর্থায়নে ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) ব্যয়ে নির্মাণ করা হয়।২০০৬-২০০৭ অর্থবছরে PEDP-2এর অর্থায়নে ২০,৯৬,০০০/-(বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা ব্যয়ে দ্বিতীয় ভবন নির্মান করা হয়।তৃতীয় ভবনটি ২০১০ সালে ২৩,৯৩,০০০/-(তেইশ লক্ষ তিরানব্বই হাজার টাকা) ব্যয়ে সরকারী অর্থায়নে নির্মান করা হয়।বিদ্যালয়ের দক্ষিন পাশে উপজেলা সদর থেকে কালীবাড়ী বাজার হয়ে লাউতা প্রাইমারী স্কুল পর্যন্তে এলজিইডি পাকা রাস্থা রয়েছে।পশ্চিমে মাটিকাটা গ্রামের রাস্তা ।দক্ষিনে এলজিইডি পাকা রাস্থা এবং উত্তরে আব্বাস উদ্দিন সাহেবের বাড়ী,পূর্বে রেজিয়া বেগমের বাড়ী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস