মোল্লাপুর ইউনিয়নে উৎপাদিত শষ্যের মধ্যে উল্ল্যেখ য্যেগ্য ধান।এছাড়া ও তৈল বীজ সরিষা ,তরমুজ, আম, কাঁঠাল,পেয়ারা,নারিকেল,সুপারী,জামবুরা,লেবু জাতীয়,মরিচ,পিয়াজ,লাউ,ধনিয়া পাতা,চাল কুমড়া,মিষ্টি কুমড়া,শীম ,বরবটি,গোল আলূ,বেগুন,টমেটু,ফুল কপি,বাঁধা কপি উৎপাদিত হয়।শীম জাতীয় ফসলের মধ্যে ফরাস প্রচুর উৎপাদিত হয়।এটা এ এলাকায় খুব বেশী জনপ্রিয়।কমলা ও আনারস তৎকালীন পূর্ব পাকিস্থানের রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রসিদ্ধ ও পরিচিত ছিল।