মাসিক সভার সিদ্ধান্ত সমুহ
১ম প্রস্তাবঃ- ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত প্রসঙ্গে।
জনাব চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্য বৃন্ধ গনকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন যে, সৌদি আরব সহ আমেরিকো, লন্ডন বসবাস রত আত্বীয় স্বজনের সাথে দেখা করার জন্য বিদেশ যাওয়ার ব্যাপারে ইউপি অফিসের কার্য্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত করার জন্য সকলকে অনুরোধ করেন। প্রস্তাবের আলোকে পরিষদ গন একমত পুষন না করে সদস্যদের মধ্যে ০৫ জন সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত করার জন্য প্রস্তাব উপস্থাপন করেন।
২০০৯ সনের ১৬ ধারার (১) ও (২) উপধারার আলোকে সদস্যদের মধ্য হইতে সর্ব সম্মতি ক্রমে ১জন সদস্য মনোনিত করতে পারেন নাই। উল্লেখ্য যে,অনিবায্য কারন বশতঃ পরিষদের ১ম সমন্নয় সভায় চেয়ারম্যান প্যানেল তৈরী করা হয় নাই।
তাই ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানোয়েল ১.৪.৫ অনুসারে চেয়ারম্যান প্যানেল প্রস্ত্তত করা না হলে, সরকার প্রয়োজন অনুসারে সদস্য গনের মধ্য হইতে চেয়ারম্যান প্যানেল তৈরী করতে পারবেন।
এমতাবস্থায় উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় প্রদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজার মহোদয় কে অনুরোধ
করা হইল।
২য় প্রস্তাবঃ- এলজিএসটি-২ এর আওতায় প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে দরপত্র আহবান ও কার্য্যকরি ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা।
চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্যকে অবহিত করেন যে, ২০১২-১৩ অর্থ বছরে এলজিএসপি- ২ এর আওতায় প্রকল্প
বাস্থবায়নের জন্য আর এফ কিউ পদ্দতিতে দরপত্র আহবান করা হয়েছে। আগামী১৩-০৬-২০১৩ ইংরেজী বেলা ০১.০০ ঘটিকা পর্যন্ত
দরপত্র গ্রহন করা হইবে এবং বেলা ০৩.০০ ঘটিকার সময় খোলা হইবে। বিজ্ঞপ্তি সর্ত সমুহ বর্ননা ক্রমে সকলের অবগতির জন্য ইস্য করা হইয়াছে। বহুল প্রচারের জন্য সকলকে অনুরোধ করা হইর। স্কিম বাস্থবায়ন কমিটির সকল সদস্য যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।